প্রধানমন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের নিয়ে জামায়াত নেতার মানহানিকর ফেসবুক পোস্ট
চাঁপাই প্রতিদিন ডেস্কঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে ফেসবুকে মানহানিকর ও কুরুচিপূর্ণ স্টাটাস দিয়ে ক্ষোভের মুখে পড়েছে চাঁপাই নবাবগঞ্জের এক জামায়াত নেতা।সোসাল মিডিয়া ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
মানহানিকর ও কুরুচিপূর্ণ স্টাটাস প্রদানকারী গোমস্তাপুর উপজেলার চৌডলা ইউনিয়ন জামায়াত নেতা হাজী খলিল।সে ৪ নং ওয়ার্ডের মেম্বার।
গত সে ১৯ মার্চ মাননীয় যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে নোংরা পোস্ট শেয়ার করে।পরবর্তীতে অারো কয়েকটি পোস্ট শেয়ার করে যা মিথ্যা ও মানহানিকর। গত ৯ জুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকৃত ছবি পোস্ট করে। এছাড়া জাতীয় নেতাদের ছবি এডিট করে মিথ্যা ও কুরুচিপূর্ণ ভাবে তথ্য উপস্থাপন করে।
এরকম বাজে কুরুচিপূর্ণ ও মিথ্যা মানহানিকর স্টাটাসের কারণে অাওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সচেতন জনগণের মাঝে ক্ষোভ তৈরি হয়েছে। অনেকে সোসাল মিডিয়ায় হাজী খলিলের স্টাটাসে র বিষয়ে প্রতিবাদ ও বিচার দাবি করেছে।
গত কয়েক দিন থেকে অাওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরারা প্রতিবাদ ও বিচার দাবি করে স্টাটাস দিচ্ছে। সবাই প্রশাসনের ব্যক্তিদের হস্তক্ষেপ কামনা করে দাবি জানিয়েছে।
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির চাঁপাই নবাবগঞ্জ জেলার সহ-সভাপতি অাতিকুর রহমান সুমন বলেন," এরকম বাজে ও কুরুচিপূর্ণ স্টাটাসের কারণে দায়ী ব্যক্তির শাস্তি দাবি করছি। অবিলম্বে তাকে প্রকাশ্যে ক্ষমা সহ অাইনী ব্যবস্থার দাবি জানাই। "
এ বিষয়ে উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন মোমিন বিশ্বাস বলেন" হাজী খলিলের কুরুচিপূর্ণ ও মানহানিকর স্টাটাস দলীয় নেতাকর্মীদের মনে কষ্ট দিয়েছে, এরকম বাজে স্টাটাসের কারণে ক্ষুব্ধ সবাই। অবিলম্বে তার বিচার চাই। সম্মানিত জেলা প্রশাসক ও অাইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছি।"
উল্লেখ হাজী খলিলের বিরুদ্ধে এলাকায় এর অাগেও উস্কানিমূলক সামাজিক বিশৃঙ্খলা তৈরি করার অভিযোগ রয়েছে।
কোন মন্তব্য নেই