চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আরো ১জনের করোনা শনাক্ত -চাঁপাই প্রতিদিন

চাঁপাইনবাবগঞ্জ : রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে নমুনা পরীক্ষার পর আরও একজনের শরীরে করোনা পাওয়া গেছে। সোমবার রাতে পাওয়া ফলাফলে নতুন আক্রান্তের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা এলাকায় বলে জানা গেছে। এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬ জনে।

ল্যাব সূত্রে জানা গেছে, সোমবার রাজশাহী ল্যাবে দুই দফায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ফলাফল এসেছে ১৫২টির। যার মধ্যে একটি পজেটিভ এসেছে। বাকি ১৫১টি নেগেটিভ ও ৩৬টি নমুনা বাতিল হয়েছে। নতুন আক্রান্ত ব্যক্তির বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায়।

চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী বলেন, উপজেলা প্রশাসন আক্রান্তের বাড়িসহ আশপাশের ১৫ বাড়ি লকডাউন করেছে। আতঙ্ক না হয়ে সকলকে সচেতন থাকতেও বলা হয়েছে।

রাজশাহী বিভাগের পাঁচ জেলার নমুনা সংগ্রহ করে রামেক ল্যাবে পরীক্ষা করা হচ্ছে। এ জেলাগুলো হলো- রাজশাহী, পাবনা, নাটোর, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ। এসব জেলা থেকে সংগ্রহিত নমুনা পরীক্ষার পর যেগুলো অতিরিক্ত থাকছে সেগুলো পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে।

রাজশাহী বিভাগের আট জেলায় সোমবার সকাল পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২২৩ জনে। এর মধ্যে নওগাঁয় আক্রান্তের সংখ্যা ৭০ জনে। আক্রান্তর দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা জয়পুরহাটে পাঁচজন বেড়ে দাঁড়িয়েছে ৪৮। আর তৃতীয় অবস্থানে রয়েছে বগুড়া। এ জেলায় এখন পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে ৩৯ জন। এছাড়াও রাজশাহীতে ১৭, চাঁপাইনবাবগঞ্জ ১৫, নাটোরে ১২ জন, পাবনায় ১৬ জন এবং সিরাজগঞ্জে ৬ জনের করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত এ বিভাগে সুস্থ্য হয়েছেন ১৬ জন। এর মধ্যে রাজশাহীতে দুইজন, নওগাঁয় একজন, জয়পুরহাটে চারজন, বগুড়ার আটজন ও পাবনার একজন। এখন পর্যন্ত মারা গেছেন রাজশাহী ও নাটোরে দুইজন।

রাজশাহী বিভাগে দুইটি ল্যাবে করোনাভাইরাস পরীক্ষা হচ্ছে। এর একটি হলো রাজশাহী মেডিকেল কলেজ। অপর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে। এ দুই ল্যাবে প্রতিদিন ৯৪ জন করে মোট ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হচ্ছে। এর বাইরে অতিরিক্ত নমুনাগুলো ঢাকায় পাঠানো হয়। এছাড়াও মাঝে মধ্যে রাজশাহীতে দুই শিফটে নমুনা পরীক্ষা করাও হচ্ছে। তবে রাজশাহীতে আরেকটি ও পাবনায় এক ল্যাব স্থাপনের কাজ চলছে।

কোন মন্তব্য নেই

sndr থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.