গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নে সেচ্ছাসেবী সংগঠন দৃষ্টিভঙ্গি এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি



চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমাস্তাপুর থানায় বোয়ালিয়া ইউনিয়নে ‘দৃষ্টিভঙ্গি’ সংগঠনের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে। আত্মমানবতার সেবায় নিয়োজিত অলাভজনক ও অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন ‘দৃষ্টিভঙ্গি’ দীর্ঘদিন ধরে সমাজে আলো ছড়াচ্ছে। তাদের ব্যাতিক্রমধর্মী ও সময়োপযোগী বিভিন্ন উদ্যোগের মাধ্যমে ইতোমধ্যে বেশ প্রশংসা কুড়িয়েছে বিভিন্ন মহলে।

এরই ধারাবাহিকতায় গত (৩ জুলাই) শুক্রবার বিকাল ৪ টায় মুণিকোঠায় রাস্তার পাশে তারা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সুষ্ঠু পরিবেশ গঠনের অংশ হিসাবে এই কর্মসূচির করা হয়েছে বলে জানা যায়। এ সময় উপস্থিত ছিলেন কমিটির পরিচালক মুনসুর রহমান কিরন। সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম ও অন্যান্য সদস্যবৃন্দ।

‘দৃষ্টিভঙ্গি’ সংগঠনটির নির্বাহী পরিচালক মুনসুর রহমান কিরন বলেন, আমাদের সংগঠন এলাকার অসহায়, দরিদ্র, মেহনতি ও পিছনে পড়া মানুষ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করে যাচ্ছে। আমরা বৃক্ষ সম্পদ বৃদ্ধি, সুস্থ নির্মল পরিবেশ ও সংরক্ষনের জন্য কর্মসূচি গ্রহণ করেছি। আমরা চাই জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে। ব্যক্তিস্বার্থে, জাতীয়স্বার্থে এবং আমাদের অস্তিত্ব রক্ষায় সুস্থ সুন্দর পরিবেশ পেতে দেশের প্রতিটি নাগরিককে বেশি করে বৃক্ষরোপণ ও সংরক্ষণের দায়িত্ব নেয়ার প্রতি আমার আহ্বান রইল। “বৃক্ষ নিধন আর নয়, দেশকে কর বৃক্ষময়” আজকের দিনে এই হোক আমাদের সকলের অঙ্গীকার।

কোন মন্তব্য নেই

sndr থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.