প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য



চাঁপাই প্রতিদিন ২৪ এ প্রকাশিত "প্রধানমন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে জামায়াত নেতার মানহানিকর ফেসবুক পোস্ট " শিরোনামের সংবাদের প্রতিবাদ জানিয়েছে অালহাজ্ব নুর অালম সিদ্দিক খলিল । 
প্রতিবাদে তিনি উল্লেখ করেছেন, গত ৫ মাস থেকে ফেসবুকে নিস্ক্রিয়।এই সময়ের মাঝে কিছু পোস্ট তার অাইডি থেকে শেয়ার হয় যেগুলো নিয়ে বিতর্ক উঠে পরে তিনি জানতে পারলে ফেসবুক অাইডিতে লগইনের চেষ্টা করলে বুঝতে পারে যে তার ফেসবুক অাইডি টি হ্যাক হয়ে গেছে,গত ২/০৭/২০২০ ইং তারিখে গোমস্তাপুর থানায় এই মর্মে একটি জিডিও তিনি করেন। জিডি নং ৬০


প্রতিবেদকের বক্তব্যঃ
বেশ কিছুদিন থেকে স্থানীয় অাওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ নেতাকর্মীরা খলিল হাজী অাইডি থেকে শেয়ারকৃত বিতর্কিত ও মানহানিকর পোস্টের স্ক্রিনশট ও লিঙ্ক দিয়ে শাস্তি দাবি করেছিলো, সেই অনুযায়ী গত ১০ জুলাই ২০২০ এ সংবাদ প্রকাশিত হয়।


কোন মন্তব্য নেই

sndr থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.