চাঁপাইনবাবগঞ্জে মাস্ক না পড়ায় ৪৭ জনকে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে কঠোর অবস্থানে জেলা প্রশাসন। হঠাৎ করে চাঁপাইনবাবগঞ্জ জেলায় করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জেলা প্রশাসন জনসচেতনতায় মাইকিং, মাস্ক বিতরণসহ ভ্রাম্যমান আদালতের বিভিন্ন অভিজান জোরদার শুরু করেছে।বুধবার সকাল ১০ থেকে শুরু করে দিনব্যাপি জেলা শহরের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে সরকারি নির্দেশনা অমান্য করে মাস্ক ব্যাবহার না করায় ৪৭ জনকে জরিমানা করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, রুহুল আমিন ও রবিন মিয়া ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। দিন ব্যাপি অভিযান শেষে দুপুর ১টার দিকে বিশ্বরোড মোড়ে আদালত বসিয়ে সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে ৪৭ জনকে ৯ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়। এবং মাস্ক বিতরণসহ বিভিন্ন দিক নির্দেশনা দেয়া হয়।জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জানান , করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান বজায় রেখে স্বাস্থ্যবিধি মানতে পরামর্শ দেয়ার পাশাপাশি প্রয়োজনে আইন প্রয়োগ করা হচ্ছে। অযথা সাধারণ মানুষ যাতে ঘোরাফিরা না করে সেজন্য বারবার মাইকিং এর পাশাপাশি এ মাহামারি থেকে রক্ষা পেতে সামাজিক দুরত্ব মেনে চলাফেরা, স্বাস্থ্যবিধি মানাতে প্রয়োজনে কঠোর আইন প্রয়োগ করা হচ্ছে।।


কোন মন্তব্য নেই

sndr থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.