চাঁপাইনবাবগঞ্জে ফেসবুকে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি শেয়ার করায় জামায়াত নেতা আটক


ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মানহানিকর ও কুরুচিপূর্ণ স্টাটাস দেওয়ায় চাঁপাই নবাবগঞ্জের জামায়াত নেতা হাজী খলিলকে আটক করেছে পুলিশ।
 
শুক্রবার (১০ জুলাই) চাঁপাই নবাবগঞ্জ জেলা পুলিশের এসআই আজগর বিষয়টি নিশ্চিত করেন।


সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে মানহানিকর ও কুরুচিপূর্ণ স্টাটাস দিয়ে ক্ষোভের মুখে পড়েছে চাঁপাই নবাবগঞ্জের এক জামায়াত নেতা।


হাজী খলিলের শেয়ার করা বিতর্কিত পোস্ট
অভিযুক্ত জামায়াত নেতার নাম হাজী খলিল। তিনি গোমস্তাপুর উপজেলার চৌডলা ইউনিয়ন জামায়াত নেতা এবং ৪ নং ওয়ার্ডের মেম্বার।



জানা যায়, গত ৯ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকৃত ছবি শেয়ার করেন তিনি । এরআগে গত ১৯ মার্চ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে বিতর্কিত পোস্ট শেয়ার করে। পরবর্তীতে অারো কয়েকটি একই জাতীয় পোস্ট শেয়ার করেন এই জামায়াত নেতা। এছাড়া আওয়ামী লীগের নেতাদের এডিট করা কুরুচিপূর্ণ ছবি শেয়ার করেন।

এরকম কুরুচিপূর্ণ ও মিথ্যা মানহানিকর স্টাটাসের কারণে অাওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সচেতন জনগণের মাঝে ক্ষোভ তৈরি হয়েছে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজী খলিলের স্টাটাসের বিষয়ে প্রতিবাদ ও বিচার দাবি করেছে।

গত কয়েক দিন থেকে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরারা প্রতিবাদ ও বিচার দাবি করে স্টাটাস দিচ্ছেন। তারা প্রশাসনের হস্তক্ষেপের মাধ্যমে বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন।


হাজী খলিলের শাস্তি চেয়ে দেওয়া স্ট্যাটাস
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির চাঁপাই নবাবগঞ্জ জেলার সহ-সভাপতি অাতিকুর রহমান সুমন তার ফেসবুক পোস্টে লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে মিথ্যা ও কুরুচিপূর্ণ ফেসবুক পোস্ট শেয়ার কারী জামায়াত নেতা খলিল হাজীর বিচার চাই।’

রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগের উপ-ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক জাকির হোসেন অমি লিখেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে মিথ্যা ও কুরুচিপূর্ণ ফেসবুক পোস্ট শেয়ার কারী জামায়াত নেতা খলিল হাজীর বিচার চাই।

মানহানিকর এসব নোংরা এডিট করা ভিডিও শেয়ার করে সে সামাজিক বিশৃঙ্খলা ও দলীয় নেতাকর্মীদের অনুভূতি তে আঘাত করেছে। এমন ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি! সেই সাথে দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির জন্য জোর দাবি করছি! তাকে এমন শাস্তি দেওয়া হোক যাতে আর কোনো নরপশু এমন কাজ করার সাহস না পায়!

এ বিষয়ে উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোমিন বিশ্বাস বলেন, হাজী খলিলের কুরুচিপূর্ণ ও মানহানিকর স্টাটাস দলীয় নেতাকর্মীদের মনে কষ্ট দিয়েছে, এরকম বাজে স্টাটাসের কারণে ক্ষুব্ধ সবাই। অবিলম্বে তার বিচার চাই। অাইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছি।”

অভিযোগের বিষয়ে হাজী খলিল জানান, তার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। তাকে ফাসানোর জন্য প্রতিপক্ষ আইডি হ্যাক করে এসব শেয়ার করেছে বলে দাবি করেন তিনি।

উল্লেখ্য, হাজী খলিলের বিরুদ্ধে এলাকায় এর অাগেও উস্কানিমূলক সামাজিক বিশৃঙ্খলা তৈরি করার অভিযোগ রয়েছে বলে এলাকাবাসী দাবী করেন।

কোন মন্তব্য নেই

sndr থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.