রাজশাহীতে করোনা উপসর্গে আরও দুইজনের মৃত্যু -চাঁপাই প্রতিদিন২৪


রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দুই জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাতে তারা মারা যান। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে তারা তারা হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন।

মৃতরা হলেন, রাজশাহী নগরীর রাজপাড়া থানার সিপাইপাড়া এলাকার মেহের উদ্দিনের ছেলে গিয়াস উদ্দীন (৪৫) ও বোয়ালিয়া এলাকার মামুন-অর-রশীদের ছেলে আবদুল ওহেদ আলী ৫৭)।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, দুজনেরই জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন। হাসপাতালের ২৯ নং ওয়ার্ডে রেখে তাদের চিকিৎসা দেয়া হয়। শুক্রবার দিবাগত রাত সোয়া ১১ দিকে গিয়াস উদ্দীন এবং ওহেদ রাত ৯টার দিকে মারা যান। মৃত্যুর পর তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফনের জন্য কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের দায়িত্ব দেয়া হয়।

এর আগে শুক্রবার দুপুর পর্যন্ত আগের ২৪ ঘন্টায় পাঁচজনের মৃত্যু হয়। যাদের মধ্যে দুইজন করোনা আক্রান্ত ও তিনজন করোনা উপসর্গ নিয়ে মারা যান।

কোন মন্তব্য নেই

sndr থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.